আমাদের সম্বন্ধে
Dhaka Village Project layout
Rajuk Enlisted

  • বুকিং করার জন্য অবশ্যই কোম্পানির নির্ধারিত আবেদন পত্র সঠিকভাবে নিজ স্বাক্ষর, বুকিং এর টাকা এবং আবেদনকারীর দুই কপি এবং নমিনির এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে
  • সব ধরনের বুকিং মানি, কিস্তির টাকা, এস এম আবাসন লিঃ এর অনুকূলে চেক/ডিডি/ পে-অর্ডার এর মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রবাসী বাংলাদেশীরা টি টি অথবা ডি ডি এর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবে।
  • প্রকল্পের সাইজ ৩, ৫, ১০ কাটা।
  • নির্ধারিত কিস্তি নির্দিষ্ট সময়ের পরে ৩০ দিনের মধ্যে কিস্তির টাকার সাথে ১০০০ টাকা জমা দিতে পারবে। কিস্তির টাকা জমা দিতে ৬০ দিনের দেরী হলে কোম্পানি তার প্রকল্প বাতিল করে দিতে পারবে।
  • কোন প্রকল্প গ্রাহক/গ্রহীতা বুকিং পরবর্তী প্রকল্পের কিস্তি প্রদান অসমর্থ/অসম্মত হলে সার্ভিস চার্জ বাবদ মোট জমাকৃত অর্থের ১০% টাকা ক্ষতি পূরণ কর্তন করে বাকি অর্থ প্রকল্প বাস্তবায়ন শেষে সংশ্লিষ্ট গ্রাহক/গ্রহীতাকে ৯০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।
  • প্রকল্পের পানি, বিদ্যুত, গ্রাস ইত্যাদির সরবরাহ কোম্পাণীর উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থা সমূহের সহযোগিতায় ব্যবস্থা করা হবে। এতদসংক্রান্ত যাবতীয় খরচ প্রকল্প গ্রহীতাগনকে আনুপাতিক হারে বহন করতে হবে। প্রকল্প গহীতাগন সংযোগ দল হতে স্ব-স্ব প্রকল্পে উপরোক্ত সংযোগ সমূহ নিজ খরচে বহন করবেন।
  • সকলের স্বার্থে অথবা অনিবার্য কারণ বশতঃ নিয়মাবলী, প্রকল্পের ডিজাইন এবং লে-আউটের প্রয়োজনীয় পরিবর্তন/পরিবর্ধন করার ক্ষমতা কোম্পানী সংরক্ষন করে।