আমাদের সম্বন্ধে
Dhaka Village Project layout
Rajuk Enlisted

পূর্বাচল প্রকল্পের অবস্থানঃ

প্রস্তাবিত ‘‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’’ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং গাজিপুর জেলার কালীগঞ্জ থানার মধ্যবর্তী ঢাকার শূন্য পয়েন্ট থেকে মাত্র ১৬ কিঃ মিঃ দূরে বালু ও শীতালক্ষা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে জুলাই, ১৯৯৫ থেকে জুন, ২০১২। সম্পূর্ণ প্রকল্পের পরিমাপ ৬১৫০ একর যাহা ৩০ টি সেক্টরে বিভক্ত।

পূর্বাচল প্রকল্পের উদ্দেশ্যঃ

  • ঢাকা শহরের ঘনবসতি এবং অতিরিক্ত মানুষের চাপ কমানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বসবাসযোগ্য নগরী গড়ে তোলা।
  • পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিকল্পিতভাবে বসবাসযোগ্য নগরী তৈরী করা যা পরিবেশ বান্ধব।
  • হাউজিং এর বর্তমান সমস্যা সমাধানের উদ্দেশ্য।
  • ঢাকার অতি নিকটে ঢাকার মতই উন্নত একটি নগরী গঠন।.
  • ভবিষ্যতের বসবাসের প্রয়োজন মিটানো।

পূর্বাচল প্রকল্পের সারমর্মঃ

ঢাকা শহর হয়ে উঠেছে একটি যানজট পূর্ণ মনুষ্য মহাসাগর লক্ষ্য লক্ষ্য মানুষ এই রাজধানীতে চাকুরী, ব্যবসা এবং বিভিন্ন কারণে স্থায়ীভাবে বসবাস করছে।

মানুষের তুলনায় বসবাসের জায়গা অপ্রতুল যার কারণে ঢাকা হয়ে যাচ্ছে দিনে দিনে একটি ঘণবসতিপূর্ণ, কোলাহল পূর্ণ, অস্বাস্থকর এবং বসবাসের অযোগ্য একটি শহরে, যেখানে নেই কোন বিনোদন, নেই কোন পাখীক’রে কোলাহল, নেই কোন হিল্লোল কল্লোল। আছে শুধু একটি নিরাপদ আবাসনের দীর্ঘ নিঃশ্বাস।

ঢাকা শহরের জনসংখ্যার চাপ কমাতে হলে ঢাকার আশেপাশের এলাকাগুলোকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে হবে যেখানে মানুষ বসবাস করতে পারবে। পূর্বাচল প্রজেক্টের মাটি লাল এবং চাষাবাদের জন্য খুব বেশী উপযুক্ত নয়।

প্রকল্পের বর্তমান অবস্থানঃ

প্রকল্প নির্মানাধীনঃ পূর্বাচল প্রকল্পের কাজ সেক্টর ১, ২, ৩, ৪, ১১ থেকে ১৪ এবং ১৭ প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি ক্ষেত্রে কাজ চলছে খুবই দ্রুত গতিতে এবং ধারাবাহিক ভাবে।

রাস্তা নির্মানাধীনঃরাস্তার কাজ শেষ হয়েছে ১ থেকে ৫, ১১, ১৩, ১৫ এবং ১৭ অন্যান্য সেক্টরের কাজও চলছে।

ব্রীজ নির্মানাধীনঃ ব্রীজ নির্মানের কাজ চলছে।
- ৭ নং ব্রীজের কাজ ২০% শেষ ও
- ৬ নং ব্রীজের কাজ ফেব্রুয়ারী ২০১০ শুরু হয়েছে।.

৩০০ ফিট প্রশস্ত রাস্তা নির্মানাধীনঃ
- রাস্তার নির্মান প্রায় ৬০% শেষ
- বাকী কাজ জুন ২০১০ থেকে শুরু হবে।
- বালু ব্রীজের টেণ্ডারের প্রক্রিয়া চলছে।

কুরীল ফ্লাইওভারঃ কুরীল ফ্লাই ওভারের কাজ ফেব্রুয়ারী ২০১০ থেকে শুরু হয়েছে এবং আশা যাচ্ছে যে ২০১২ এর ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

অন্যান্য সেবাঃ অন্যান্য সুযোগ সুবিধাদীর কাজ ও প্রক্রিয়াধীন রয়েছে যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস এবং পরনিষ্কাশন ব্যবস্থা, টেলিফোন ইত্যাদি।

প্লট হস্তান্তরঃ সেক্টর ৪ ও ১৭ এর প্লট গুলো মার্চ ২০১০ থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং ১, ৫, ১১, ১২, ১৩, ১৪ নং সেক্টরের প্লট ডিসেম্বর ২০১০ এর মধ্যে হস্তান্তর করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।